Thursday, March 21, 2024
Home »
»
১০।প্রশ্নঃ কিসের সাহায্যে ভাষার সৃষ্টি হয়?
ক) ধ্বনি
খ) কণ্ঠ
গ) বর্ণ সমূহ
ঘ) জিহবা
প্রশ্নঃ ধ্বনি কিসের সাহায্যে সৃষ্টি হয়?
ক) বাগযন্ত্র ✅
খ) কণ্ঠ
গ) গলনালি
ঘ) জিহবা
প্রশ্নঃ বর্তমানে পৃথিবীতে কত সংখ্যক ভাষা প্রচলিত আছে?
ক) সাড়ে তিন হাজার।
খ) সাড়ে তিন হাজারের বেশি। ✅
গ) চার হাজারের বেশি।
ঘ) সাড়ে চার হাজারের বেশি।
প্রশ্নঃ ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত?
ক) তৃতীয়
খ) চতুর্থ ✅
গ) পঞ্চম
ঘ) সপ্তম
প্রশ্নঃ নিচে কোনটি ইংরেজি শব্দ?
ক) আলপিন
খ) কারখানা
গ) গির্জা
ঘ) টিন✅
প্রশ্নঃ বর্তমান পৃথিবীতে কত কোটি মানুষের মুখের ভাষা বাংলা?
ক) প্রায় ১৭ কোটি
খ) প্রায় ২৫ কোটি
গ) প্রায় ৩০ কোটি ✅
ঘ) প্রায় ৩২ কোটি
প্রশ্নঃ বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপের রীতি কয়টি?
ক) একটি
খ) দুইটি ✅
গ) তিনটি
ঘ) চারটি
প্রশ্নঃ নিচে কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য?
ক) পরিবর্তনশীল
খ) তদ্ভব শব্দবহুল
গ) তৎসম শব্দবহুল✅
ঘ) সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ পদ্ধতি মেন চলে না।
প্রশ্নঃ নিচে কোনটি চলতি রীতির বৈশিষ্ট্য?
ক) সংলাপ ও বক্তৃতার অনুপযোগী
খ) তদ্ভব শব্দবহুল ✅
গ) তৎসম শব্দবহুল
ঘ) সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ পদ্ধতি মেন চলে।
প্রশ্নঃ নিচে কোনটি ফারসি শব্দ?
ক) নগদ
খ) টিন
গ) নামাজ ✅
ঘ) কিতাব
প্রশ্নঃ নিচে কোন বিশেষ্যটি চলিত রীতির?
ক) শুকনো✅
খ) তুলা
গ) যুতা
ঘ) বন্য
প্রশ্নঃ নিচে কোন বিশেষ্যটি সাধু রীতির?
ক) যুতো
খ) তুলো
গ) শুকনা✅
ঘ) মাথা
প্রশ্নঃ নিচে কোন অব্যয়টি সাধু রীতির?
ক) আগেই
খ) পূর্বেই✅
গ) সঙ্গে
ঘ) সাথে
প্রশ্নঃ নিচে কোনটি আরবি শব্দ?
ক) ধর্ম
খ) কলম ✅
গ) নামাজ
ঘ) নমুনা
প্রশ্নঃ নিচে কোনটি তৎসম শব্দ?
ক) গিন্নী
খ) মনুষ্য ✅
গ) ঢেঁকি
ঘ) চামার
প্রশ্নঃ নিচে কোনটি তদ্ভব শব্দ?
ক) নক্ষত্র
খ) জ্যোছনা
গ) হাত✅
ঘ) কুলা
প্রশ্নঃ নিচে কোনটি অর্ধ–তৎসম শব্দ?
ক) কুচ্ছিত✅
খ) সূর্য
গ) চামার
ঘ) চোঙ্গা
প্রশ্নঃ নিচে কোনটি দেশি শব্দ?
ক) পাত্র
খ) ভবন
গ) শ্রাদ্ধ
ঘ) ডাব ✅
প্রশ্নঃ নিচে কোনটি বিদেশি শব্দ?
ক) চশমা ✅
খ) টোপর
গ) বোষ্টম
ঘ) পাত্র
0 Comments:
Post a Comment